কটিয়াদীতে ৬ ভূয়া ডিবি পুলিশ আটক

আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৮:১২:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৮:১২:১৫ অপরাহ্ন



 
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বোয়ালিয়া গ্রামে ভূয়া ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ৬জন ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।

কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়, উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজ উদ্দিনের ছেলে মুদি দোকানদার আল আমিনের বাসায় মঙ্গলবার দুপুর ২টার সময় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে অভিযান পরিচালনার সময়ে তাদের উপর সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার পাচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৮), কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক (৩৫), চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন (৩২), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহাসহ (৫০) ৬জনকে আটক করা হয়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]