আইএফআইসি ব্যাংক আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক আলোচনা

আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৫:২১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৫:২১:২৯ অপরাহ্ন



বাগেরহাট প্রতিনিধিঃ 

আইএফআইসি ব্যাংক পিএলসি বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের ছাত্রীদের নিয়ে নারী অগ্রযাত্রায় সহায়তা আর্থিক সাক্ষরতার নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১১ টায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে আইএফআইসি ব্যাংকে পিএলসি বাগেরহাট শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুমুখী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকা মোসাঃ ফারহানা আক্তার।

আরো উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের TSO তাহিরা ইসলাম, মার্কেটিং অফিসার মোঃ ইমতিয়াজ হোসেন, মার্কেটিং অফিসার বাপন দাস, এসিস্ট্যান্ট মোঃ জাবের সালমান, সহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা মোসাঃ ফারহানা আক্তার বলেন, নারী কোন অংশেই পুরুষ থেকে কম নয়। নিজের জন্য, ভবিষ্যতের জন্য নারীরা নিজেরাই অধিকার আদায় করে নিতে হবে যোগ্যতা দিয়ে। বর্তমানে প্রতিটা ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা স্থান করে নিয়েছে যোগ্যতা ও মেধার গুনে।

 আইএফআইসি ব্যাংকের বাগেরহাটের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বলেন,বর্তমানে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং নেটওয়ার্ক। যার ১৪০০-এরও বেশি শাখা, উপশাখা রয়েছে। সরকার এই ব্যাংকে ৩২.৭৫% অংশীদারিত্ব নিয়ে পরিচালনা করছে। ব্যাংকটি সফলতার সাথে ৪৮ বছর ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। বাগেরহাটে ব্যাংকটি বিগত ১১ বছর ধরে জনগণের সেবা দিয়ে আসছে।

আলোচনা সভায়  আইএফআইসি ব্যাংকের Tso তাহিরা ইসলাম নারী শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা ও আইএফআইসি ব্যাংকের সঞ্চয় হিসাব খোলার অনূপ্রেরনা দেন। এছাড়া সহজভাবে সঞ্চয় হিসাব খোলে আর্থিক ভাবে লাভবান হওয়ার পরামর্শ দেন। এছাড়া এই ব্যাংকের যেকোন শাখায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত বলে জানান।

তিনি আরো বলেন, ব্যাংকিং সেবা ও আর্থিক স্বাক্ষরতার মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।  ব্যাংকের বিভিন্ন সেবা ও সুবিধাসহ ভবিষ্যৎ সুরক্ষার জন্য আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]