ঢাকা , সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ , ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা ও ৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-১৮ ২০:২১:৫৭
নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা ও ৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১ নওগাঁয় ১৯৩ কেজি গাঁজা ও ৪টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১
 
 
 
নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মান্দায় ১৯৩.৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এসময় তার কাছ থেকে আরও ২১ বোতল ফেনসিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 
 
সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- আলম ইসলাম (৩২)। সে মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে।
 

র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে র‍্যাবের কাছে খবর আসে মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ওই গ্রামে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আলম ইসলাম নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৩ দশমিক ৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার আলম একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত দায়ের হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ