ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন


আপডেট সময় : ২০২৫-০৮-১৬ ১৯:০০:১৬
ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

মো: হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে। 

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভাজন্মাষ্টমী পালন করা হয়েছে। ফুলবাড়ী জন্মাষ্টমী পরিষদের আয়োজনে সকাল ১১ টায় স্থানীয় শীবমন্দির  চত্বরে থেকে একটি  শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে শীবমন্দিরে এসে শেষ হয়।  

শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভাজন্মাষ্টমীর শোভাযাত্রা আলোচনায় অংশ গ্রহন করেন, ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব ও ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী জন্মাষ্টমী পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আনন্দ কুমর গুপ্তা, বিশিষ্টি ব্যবসায়ী উজ্বল প্রসাদ গুপ্তসহ উপজেলার সকল কৃষ্ণভক্তবৃন্দ। আলোচনা সভা শেষে শীব মন্দির চত্বরে কীর্তনের আয়োজন করা হয়।  এ ছাড়াও দিনটি পালনসহ দেশ, জাঁতি ও বিশ্ব মানবের কল্যাণ ও মঙ্গল কামনায় উপজেলা জুড়ে পূজা, উপোস, অঞ্জলি প্রদান, প্রার্থনার আয়োজন করা হয়।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ