কাউখালী প্রতিনিধি। পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী হইতে কেউন্দিয়া বাজার হয়ে মজিদ মৃধা চেয়ারম্যান বাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের অধিকাংশ সড়ক বেহাল দশা।
কোথাও কোথাও সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে, আবার রাস্তার মাঝে বড় বড় গর্ত। কোন কোন সড়কে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে পায়ে হেঁটে চলাও দূরহ হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনার সংবাদ পাওয়া যাচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাছাড়া বর্তমানে বর্ষাকাল হওয়ায় এই সমস্যা আরো বেড়েছে। এই সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে ভারী যানবাহন সহ সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা যোগে অগণিত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সড়কের বেশিরভাগ খানাখন্দে পরিণত হয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা গেছে, এই সড়ক দিয়ে তিনটি মাধ্যমিক বিদ্যালয়, দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চলাফেরা করে।
অটোচালক সাইদুল, জামাল ও বেল্লাল জানান, আমাদের পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কটি দিয়ে অটো চালাচল করতে হয়। শিক্ষক নেতা শামসুল রহমান মিজান বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই সড়কে দিয়ে সাইকেলে চলাচল করে। অনেক সময় তারা দুর্ঘটনার স্বীকার হয়।
এ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি আমাদের জানা আছে। আমি উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা সড়কটি পরিদর্শন করেছেন এবং সংস্কার করার জন্য উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছেন।
উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল জানান, বরাদ্দ পেলেই সড়কটি সংস্থার করা হইবে।