জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি।
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, গণতন্ত্রের মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কার্যালয় কর্নেল আজাদ অফিসে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আসাদুল ইসলাম আজাদ। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনা করেন এবং বলেন, দেশনেত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অপরিহার্য।
এছাড়াও, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ মুক্তিযুদ্ধে শহীদ ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য সম্পাদক মো. নুরুল আলম, যুবদল নেতা লালন, ছাত্রদল নেতা মোজাম্মেল, যুবদল নেতা বিল্লাল হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. জোয়ার আলী মিন্টু, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মো. সরুজ্জামান লুলুসহ মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।