ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা দলের কর্মীসভা 'দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে'
আপডেট সময় :
২০২৫-০৮-১৫ ২১:৪৫:৩৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কর্মীসভা করেছে, সিলেট জেলা মহিলা দল। শুক্রবার বিকেলে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে ও জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবালের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তসলিম আহমেদ নেহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মঈন উদ্দিন, সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা বক্স রায়না, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম উদ্দিন কওসর, সহ সাধারণ সম্পাদকসাইফুল ইসলাম ছোটন, সৌদি আরব প্রাদেশিক বিএনপি সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন, সাবেক সহ সম্পাদক দিবা রানী দে বাবলী, জেলা মহিলা দল নেত্রী বিলকিস আত্তার, জান্নাত জামান চৌধুরী, রিমা বেগম, রোহেনা অক্ষতার বর্ষা।
কর্মীসভায় বক্তারা বলেন, পতিত আওয়ামীলীগ একটি বিশেষ দেশের দাসত্ব করে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বমৌত্বকে হুমকির মূখে রেখে গেছে। তারা দেশের প্রতিটি সেক্টরে নির্লজ্জ দলীয়করণ করে দেশকে ধ্বংসের দ্বারপ্রাপন্তে নিয়ে গেছে।
দীর্ঘ ১৭ বছরের টানা গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্রজনতার গণঅভূত্থানে ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের দোসরা এখনো সর্বক্ষেত্রে বিদ্যমান রয়েছে। তারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা তারেক আহমদ খান, জাহাঙ্গীর হোসাইন, ফয়সল আহমদ বাবলা, তাজিম খান, ছাত্রদল নেতা সাব্বির হোসাইন প্রমূখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স