ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৮-১৫ ১৭:৩৪:০৩
কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
 
 কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে শুক্রবার ১৫ আগস্ট  বেলা ১১ টায়  উপজেলার চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে পারসাতুরিয়া ছালিকিয়া দাখিল মাদ্রাসার সভাকক্ষে মাদক প্রতিরোধ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, প্রতিরোধে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সামসুল আলম (মিলটন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালি  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার এসআই বিপ্লব, এ এসআই শুক্কুর মুন্সি, শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: রুবেল, স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার লিমন, এলাকাবাসী মোঃ হাছিব মিয়া, মোঃ রমজান মিয়া, মোঃ: পান্নু মিয়া, অটো সমিতির নেতা সেলিম হাওলাদার প্রমুখ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি মোঃ সোলায়মান বলেন, কাউখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান হবে না। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। অপরাধী যেই হোক না কেন তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে। পুলিশ সবসময় জনগণের সেবা দিয়ে থাকে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ