কেন্দ্রীয় সাধু সংঘের প্রথম সভাপতি সাধু আলতাব শাহ ফকির ইন্তেকাল করেছেন
আপডেট সময় :
২০২৫-০৮-১৪ ২৩:১৮:২১
কেন্দ্রীয় সাধু সংঘের প্রথম সভাপতি সাধু আলতাব শাহ ফকির ইন্তেকাল করেছেন
শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের আধ্যাত্মিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম এবং সাবেক সভাপতি ও বিশিষ্ট সাধু আলতাব শাহ ফকির (৮৬) আর নেই। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি ইহজীবনের শেষ প্রহর অতিক্রম করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ছিলেন, বিশিষ্ট কবিয়াল ও কবি সরকার প্রয়াত আব্দুল শাহ ফকিরের সুযোগ্য সন্তান এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া ফকির বাড়ির গর্বিত সন্তান। কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি হিসেবে তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও মানবপ্রেম তাঁকে আধ্যাত্মিক জগতে ব্যাপক খ্যাতি ও সুনাম এনে দেয়।
আধ্যাত্মিক জ্ঞান, গান-কবিতা এবং মানবকল্যাণে নিবেদিত জীবন তাঁকে মানুষের হৃদয়ে অম্লান করে রেখেছে। সত্য, সুন্দর ও শান্তির পথে তাঁর সাধনা ছিল অনন্য। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন কন্যা, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।
বাদ মাগরিব তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
সাধু আলতাব শাহ ফকিরের মৃত্যুতে কেন্দ্রীয় সাধুসংঘ, আধ্যাত্মিক মহল এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স