ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-১৪ ২২:২৫:৩০
স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক : যশোর হতে চাঞ্চল্যকর স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
 
এরই ধারাবাহিকতায় ১৪ আগস্ট ২০২৫ তারিখ বিকালে র‌্যাব-৬, (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন কৃষ্ণনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানার স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি (১) মোঃ আছাদুল মন্ডল (৪৮), পিতা- মোঃ গোলবার মন্ডল, সাং- পশ্চিম মহেশপুর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করে।
 
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম রিনা খাতুন (৪০) গ্রেফতারকৃত আসামির স্ত্রী। বেশ কিছুদিন যাবৎ আসামি তার বসতবাড়ী বিক্রয় করার জন্য পায়তারা করছিল। ভিকটিম তাতে বাধা দিলে, গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে গালমন্দ ও মারপিট করে।

উক্ত বসতবাড়ী বিক্রয়কে কেন্দ্র করে ঘটনার, দিন ২৩ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ১২০০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে হত্যা করে। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬ ছায়া তদন্ত অব্যাহত রাখে।
 
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ