ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তানোর বিলকুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করণ


আপডেট সময় : ২০২৫-০৮-১৩ ২২:২৬:১৪
তানোর বিলকুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করণ তানোর বিলকুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করণ

দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে।

রাজশাহীর তানোরে বিল কুমারী বিল ও উন্মুক্ত জলাশয়সহ প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। বুধবার সকালে  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন রাজশাহী জেলা মৎস্য অফিসার জাঙ্গাহীর আলম।

তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্ব ও তানোর উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেনের সঞ্চালনায় মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ, তানোর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

তানোর উপজেলা মৎস্য অফিসার বাবুর হোসেন বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে ১লাখ ২০ হাজার টাকা মুল্যের বিভিন্ন প্রজাতির মাছের সাড়ে ৩শ'৪৩ কেজি পোনা মাছ তানোর বিল কুমারী বিলসহ উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত ২টি পুকুর এবং চাপড়া এতিমখানা পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ