ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে দশ মামলার আসামি ২০০শ লিটার মদসহ আটক


আপডেট সময় : ২০২৫-০৮-১৩ ২১:০২:২১
বোয়ালখালীতে দশ মামলার আসামি ২০০শ লিটার মদসহ আটক বোয়ালখালীতে দশ মামলার আসামি ২০০শ লিটার মদসহ আটক

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

বোয়ালখালীতে ২০০ শ লিটার চোলাই মদসহ ১০ মামলার আসামি মো. বাবুল হোসেন ওরফে গ্যাস বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে বাবুলের বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল চরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরনদ্বীপ এলাকার মোজাহের মিয়ার ছেলে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বাবুলের বসতঘরে অভিযান চালানো হয়। এসময় প্লাস্টিকের বস্তা ভর্তি দুইশ লিটার চোলাইমদসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বিক্রির উদ্দেশ্যে নিজ বসতঘরে অবৈধভাবে চোলাই মদ মজুদ রাখায় বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে জানা গেছে, বাবুলের বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০টি মামলা রয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ