ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাম গাজী দস্তগীরের অন‍্যতম সহযোগী জাহাঙ্গীর এখন যুবদল সভাপতি!

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-১৩ ১৮:৫০:০৯
গোলাম গাজী দস্তগীরের অন‍্যতম সহযোগী জাহাঙ্গীর এখন যুবদল সভাপতি! গোলাম গাজী দস্তগীরের অন‍্যতম সহযোগী জাহাঙ্গীর এখন যুবদল সভাপতি!

নিজস্ব প্রতিবেদক

বদলে যাচ্ছে বিএনপির মাঠের চিত্র। আর্বিভাব ঘটছে হাইব্রিডদের। আন্দোলনের মাঠে ছিলেন না। মামলা-হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না, ঘরছাড়াও হতে হয়নি একদিন ও। বিগত দিনে ব্যবসা-বাণিজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করেছেন দেদারসে, তাল মিলিয়ে চলেছেন আওয়ামীলীগ সরকারের সঙ্গে। তারাই এখন বিএনপির দাপুটে ‘হর্তাকর্তা’। তাদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে। যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, তারাই এখন নানা জায়গায় দখল পর্বে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আবার তারাই এখন তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন বলে ভুক্তভোগীরা দাবি করছেন। বিভিন্ন নেতার বাসাবাড়ি কিংবা অফিসে এসব নেতার পদচারণাও বাড়ছে। ভিড় করছেন বিভিন্ন লবিং-তদবির নিয়ে।


অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন, মামলা-হামলায় সর্বস্বান্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘরছাড়া হয়েছেন, তারা এখন ‘অসহায়’। হাইব্রিড নেতাদের চাপে তাদের অনেকেই এখন দলীয় কার্যালয়, নেতাদের বাসাবাড়ি এড়িয়ে চলছেন। অহেতুক মিথ্যা অভিযোগে বহিষ্কার আতঙ্ক নিয়ে নিজেদের গুটিয়ে নিয়েছেন অনেকে।


সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, আওয়ামীলীগের চত্রছায়ায় বেডে উঠা জাহাঙ্গীর রাতারাতি ৭৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বনে গেছেন। গত ৫ আগস্টের স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পরে বিএনপি'র কিছু লোভী নেতাকর্মীদের টাকা দিয়ে জাহাঙ্গীর আওয়ামীলীগ থেকে বিএনপিতে যুবদলের সভাপতির পদ ভাগিয়ে নিয়েছেন। বর্তমান জাহাঙ্গীর ৭৩ নং ওয়ার্ড ইউনিটের যুবদলের সভাপতি। ৫ আগস্ট এর আগে জাহাঙ্গীর ছিলেন আওয়ামীলীগের গোলাম গাজী দোস্তগিরের সশস্ত্র ক্যাডার। গাজীর সেল্টারে অত্র এলাকায় চাঁদাবাজিসহ নানান অপরাধে জড়িয়ে পড়েন এই জাহাঙ্গীর। আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মিলে মিশে বালুর ব‍্যবসাসহ নানান ব‍্যবসায় নিয়োজিত ছিলেন তিনি।বর্তমানে সে বিএনপি'র নাম ভাঙ্গিয়ে এলাকায় দেদারসে চাঁদাবাজি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যার পরে তার বাসার নিচে গোপন কক্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবসা করে তার অবৈধ টাকার কাছে সাধারণ মানুষ জিম্মি এলাকাবাসী এই অত্যাচারের পরিত্রাণ চায়।


নামপ্রকাশে অনিচ্ছুক ৭৩ নং ওয়ার্ড যুবদলের এক কর্মী বলেন, জাহাঙ্গীর যুবদলের সভাপতি পদ নিয়ে আছে নানা বিতর্ক, তিনি কিভাবে পদ পেয়েছেন আপনারা ভালো করে জানেন। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছেন, আওয়ামীলীগের আমলে জাহাঙ্গীর দাপিয়ে বেড়াইছেন নিজেকে যুবলীগের নেতা বলে, বর্তমানে তিনি যুবদলের সভাপতি এটা আমাদের শীর্ষ নেতাদের দোষ বলে আমি মনে করি।


নামপ্রকাশে অনিচ্ছুক সবুজবাগের বিএনপির আরেক নেতা বলেন, জাহাঙ্গীর বিগত ১৭ বছর আওয়ামীলীগের চত্রছায়ায় বিভিন্ন অপরাধে জডিয়ে ছিলেন, জাহাঙ্গীরের সাথে সুটার রমজানের গভীর সম্পর্ক ছিলো, দুইজনের আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। কিছুদিন আগে জাহাঙ্গীরের লোকজনসহ সুটার রমজানকে গুলি করে হত্যা করেছেন বলেন অভিযোগ করেছেন রমজানের পরিবার। জাহাঙ্গীরের সাথে রমজানের ব‍্যবসায়ীক সম্পর্ক ছিলো। সেই সুবাধে তাদের ভিতরে ঝামেলা সৃষ্টি হয়ে ছিলো। তার জেরে হয়তো রমজান’কে হত‍্যা করা হয়েছে। 


অনুসন্ধানে আরো জানা গেছে, আওয়ামীলীগ নেতা গোলাম গাজী দস্তগীর সহ বেশ কয়েকজন আওয়ামীলীগ নেতার সাথে গভীর সক্ষতা ছিলো জাহাঙ্গীরের। তাদের ছত্রছায়ায় তৎকালীন সময়ে জাহাঙ্গীর সবুজবাগ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও তার বহু নেতাকর্মী পালিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন যুবদল নেতা বনে যাওয়া এই জাহাঙ্গীর।


অভিযোগের বিষয়ে বিএনপির এক শীর্ষ নেতা বলেন, আওয়ামীলীগকে সুসংগঠিত করার লক্ষে বা আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগ দিতে যে নেতা সহযোগিতা করবে, তাকে দল থেকে অজীবনের জন‍্য নিষিদ্ধ করা হবে। এই ধরনের অভিযোগে আমরা যাদের সত‍্যতা পাচ্ছি তাদের দল থেকে একবারে বহিস্কার করে দিচ্ছি।


তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা আছে এই ধরনের অপকর্মে যারা জড়াবেন তারা বিএনপি থেকে একবারে দুরে চলে যাবেন। বিএনপি এমন কুলাঙ্গারদের দলে জায়গা দিবে না।


এই বিষয়ে জাহাঙ্গীর বলেন, আওয়ামীলীগের কোনো মিছিল মিটিং আমার কোনো ছবি দেখাতে পারলে আপনারা যে বিচার করবেন তা আমি মাথা পেতে নিবো।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ