ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগান ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনার জন্য ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন-কে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন।
সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বামাশিবো/প্রশা/৩৩১২৫১১২২৫১১/১১৪৫২৮ নং স্মারকে ৬ মাসের জন্য তাকে উক্ত পদে নির্বাচিত করা হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাগান ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।
কমিটির অন্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য শাহনাজ বেগম, অভিভাবক সদস্য মোঃ নুরুজ্জামান ও সদস্য সচিব অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক এইচ এম জোবায়ের হোসাইন শুকরিয়া আদায় করে বলেন, একটি অঙ্গীকার, একটি দায়িত্ব। এটি শুধু একটি পদ নয়, এটি আমার কাছে এক বিশ্বাসের আমানত এবং এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার প্রতীক।
আমার স্বপ্ন হচ্ছে শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ, আধুনিক ও মানসম্মত প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও প্রতিযোগিতামূলক ও গৌরবময় ফলাফল অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা। এই লক্ষ্য পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা, পরিশ্রম ও সততার সাথে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেছেন। তিনি বাগানবাসী সহ সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।