ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কটিয়াদীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


আপডেট সময় : ২০২৫-০৮-১৩ ১৪:২৯:২৬
কটিয়াদীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে গুরুতর আহতকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২আগস্ট) বিকাল ৫ টার দিকে দৈনিক আমাদের সময়ের কটিয়াদি প্রতিনিধির অফিসে কটিয়াদী প্রেস ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামএর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রতন ঘোষ, ব্রজ গোপাল বনিক, রুহুল আমীন রাজু ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, সরকারের কাছে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ