রাজশাহী নগরীর শাহমখদুম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ চোর
আপডেট সময় :
২০২৫-০৮-১৩ ১৪:০১:০৩
রাজশাহী নগরীর শাহমখদুম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ চোর
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক দুই স্থানে অভিযানে চালিয়ে চোরাই জানালার গ্রিল ও রড উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ আগস্ট দিনগত রাত সোয়া ৩ টা থেকে শুরু করে সোমবার ১১ আগস্ট সকাল সোয়া ৯ টা পর্যন্ত নগরীর শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- জানালার গ্রিল চুরির অভিযোগে আসামি শরিফুল ইসলাম (২৪), সে নগরীর বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা মালদা কলোনীর মোঃ জনি মিয়ার ছেলে, মোঃ ইয়ামিন (২৩), সে একই থানার কয়েরদাড়া লেকেরধার এলাকার মোঃ আলমের ছেলে ও মোঃ আশিক (২০), সে কয়েরদারা লেকসিটি এলাকার মৃত টুলুর ছেলে। রড চুরির অভিযোগে গ্রেফতার মোঃ এমরান হোসেন ইমরান (২৫), সে রাজশাহীর তানোর থানার গোল্লাপাড়ার মোঃ ফজর আলীর ছেলে। মঙ্গলবার দিনগত রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার টিটিসির এক নিরাপত্তা কর্মী গত ০৮ আগস্ট বিকাল সাড়ে ৬ টায় টিটিসির কোয়ার্টার থেকে কয়েকজন চোর লোহার তৈরি বেলকুনি ও জানালার গ্রিল চুরি করে নিয়ে যেতে দেখতে পান। সে চোর বলে চিৎকার করে। তার চিৎকার শুনে টিটিসির শিক্ষার্থীরা চোর শরিফুলকে চোরাই বেলকুনি ও জানালার গ্রিনসহ আটক করে।
অন্য আসামি পালিয়ে যায়। খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোর শরিফুলকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে। শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি), মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই সুভাষ চন্দ্র বর্মণ ও সঙ্গীয় ফোর্স পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখেন। গ্রেফতারকৃ শরিফুরকে জিজ্ঞাসাবাদে থানা পুলিশ পলাতক চোর ইয়ামিন ও আশিকের জড়িত থাকার কথা জানতে পারেন।
এরপর, গত ১০ আগস্ট দিনগত রাত সোয়া ৩টায় শাহমখদুম থানা পুলিশের ওই দল বোয়ালিয়া থানার কয়েরদাড়া লেকের ধার থেকে আসামি ইয়ামিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ইয়ামিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন ভোর সোয়া ৪ টায় আশিককে কয়েরদারা লেকসিটি তার নিজ বাড়ি থেকে আসামি আশিককে গ্রেফতার করা হয়।
অপরদিকে, সোমবার ১১ আগস্ট সকাল সোয়া ৯ টায় শাহমখদুম থানার পবা নতুনপাড়ার এক নির্মাণাধীন বাড়ি থেকে রড চুরির সময় জনতা চোরাই রডসহ এক চোরকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রড চোর এমরানকে গ্রেফতার করে এসআই মোঃ আব্দুল জলিল ও সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, গ্রিল চুরির অভিযোগে গ্রেফতার ইয়ামিনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে এবং রড চুরির অভিযোগে গ্রেফতার আসামি এমরানের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স