কটিয়াদীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে
আপডেট সময় :
২০২৫-০৮-১০ ২১:৫৬:৫৬
কটিয়াদীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে
এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ সোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে সাইবার বুলিং কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ আগস্ট) বিকাল ০৫ টায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বেথইর আনন্দ বাজার প্রাঙ্গণে মডেল থানার ০৫নং ওয়ার্ড বিট পুলিশিংয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাদিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম কামরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানার সহকারী পুলিশ পরিদর্শক ও বিট অফিসার সুলতান উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলম ভুইয়া, ওয়ার্ড সভাপতি মোকারম হোসেন লিটন, খাইফুল ইসলাম লিটন, শাহ আকবর, জয়নাল উদ্দিন, বাচ্চু মিয়া, নয়ন ভূঁইয়া, ধলু ভূঁইয়া, আসাদ মেম্বার, জামাল উদ্দিন মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ। আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ পরিদর্শক মোঃ সুলতান উদ্দিন বলেন, এলাকায় অপধাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন। জুয়া খেলা, মাদক সেবন বিক্রি, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালান রোধ করতে আমরা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি। আপনাদের তথ্য ও সহযোগিতায় ইউনিয়নে সকল প্রকার অপরাধ দমন করা হবে। বিট পুলিশিং সভায় ছোট ছোট সামাজিক সমস্যা দূরীকরণ এবং জুরুরী সেবা পেতে ৯৯৯ নম্বর এর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় গণ্যমাণ্য সমাজের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স