ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের গোয়াইনঘাটে বালুমহালে চাঁদাবাজির অভিযোগে মূলহোতা আজমলসহ ০৭ জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-১০ ১৮:৩০:২২
সিলেটের গোয়াইনঘাটে বালুমহালে চাঁদাবাজির অভিযোগে মূলহোতা আজমলসহ ০৭ জনকে আটক করেছে র‌্যাব। সিলেটের গোয়াইনঘাটে বালুমহালে চাঁদাবাজির অভিযোগে মূলহোতা আজমলসহ ০৭ জনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাটে বালুমহালে চাঁদাবাজির অভিযোগে মূলহোতা আজমলসহ ০৭ জনকে আটক করেছে র‌্যাব-৯।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

ঘটনার বিবরণের জানা যায় যে, গত ২৮/৬/২০২৫ইং তারিখ ভোর ০৬.০০ ঘটিকার সময় আজমল হোসেনসহ অজ্ঞাত নামা ১০০/১৫০ জন গোয়াইনঘাট থানাধীন লেঙ্গুড়া বালুমহালে অবস্থান করে বালু ব্যবসায়ী ও নৌকা মালিকদের কাছ থেকে ২৫,০০,০০০/-টাকা লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং চাঁদা প্রদান না করলে প্রাণনাশের হুমকি দেয়।

একই তারিখ সকাল অনুমান ৯.৩০ ঘটিকার সময় তিতারাই নৌঘাটের নৌকার মাঝি ও সোকানিদেরকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৮,৮০,০০০/- টাকা চাঁদা আদায় করে। যারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তাদেরকে ধারালো অস্ত্র দ্বারা ভয়ভীতি হুমকি দিয়ে ঘটনাস্থলে বাল্কহেড, নৌকা ও কার্গো জাহাজ আটক করে রাখে। এই ঘটনায় জনৈক মোহাম্মদ আব্দুল করিম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ৩৪ জনের নাম ঠিকানা উল্লেখসহ অজ্ঞাত নামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ১০ আগস্ট ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০২.৫৫ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্ককরপুর এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোয়াইনঘাট থানার মামলা নং-১৩, তারিখ-০৭/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩০৭/ ৩৮৬/ ৩৮৭/ ৫০৬(২)/ ৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে চাঁদাবাজির মূলহোতাসহ ০৭ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- ১। আজমল হোসেন (২৪), পিতা- ফয়ছল আহমদ, সাং-লেঙ্গুড়া, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট, ২। বিলাল উদ্দিন (৪৮), পিতা- ফয়জুর রহমান, ৩। ফয়ছল আহমদ (৫৫), পিতা- মৃত আব্দুল মুছব্বির, ৪। সুবহান আহমদ (৩৮), পিতা- আব্দুল করিম, ৫। সুলতান আহমদ (৩৫), পিতা- আব্দুস সালাম, ৬। সাকিল আহমদ (২৪), পিতা- ফারুক আহমদ এবং ৭। ফারুক আহমদ (৫০), পিতা- মৃত ফয়জুর রহমান, সর্বসাং- লেঙ্গুড়া, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট। 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ