ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫ , ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আসন পূর্ণবিন্যাসের বিভক্ত ৩ ইউনিয়ন ফিরিয়ে আনতে স্মারকলিপি প্রদান


আপডেট সময় : ২০২৫-০৮-১০ ১৭:১৩:৫৬
আসন পূর্ণবিন্যাসের বিভক্ত ৩ ইউনিয়ন ফিরিয়ে আনতে স্মারকলিপি প্রদান আসন পূর্ণবিন্যাসের বিভক্ত ৩ ইউনিয়ন ফিরিয়ে আনতে স্মারকলিপি প্রদান
 
 (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। 
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের আসন পূর্ণবিন্যাসে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ কে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সাথে যুক্ত করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিজয়নগর উপজেলা সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। 
 
১০ আগস্ট রবিবার দুপুরে বিজয়নগর উপজেলা সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদানের পাশাপাশি মৌখিক ভাবে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) ৩ ইউনিয়ন একত্রে রাখার যুক্তি তুলে ধরে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
 
এসময় উপস্থিত আবেদনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ টি ইউনিয়নকে নিয়ে বিভিন্ন ভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পায়তারা করা হচ্ছে।  
 
এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবী করা হয়।
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ কে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)  এর সাথে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। উক্ত ইউনিয়ন গুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিক ভাবে ইউনিয়ন গুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন। 
 
এসময় উপস্থিত ছিলেন, দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি সহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ। 
 
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ আগস্ট বুধবার এ খসড়া তালিকার গেজেট প্রকাশ করল ইসি। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানো যাবে। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ