কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের উত্তর কেউন্দ্রিয়া একতা ক্লাবের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ক্লাব প্রাঙ্গনে শুক্রবার (৮ আগস্ট) মাগরিব নামাজ বাদ অনুষ্ঠিত হয়।
একতা ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আমিন, ইউপি সদস্য মোঃ সাঈদ, ক্লাবের কোষাধ্যক্ষ ফারুক হোসেন, ছাত্রনেতা রিফাত হোসেন রনি, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, একতা ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় মুরুব্বী, যুবসমাজ সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।