ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫ , ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসী মহসিনের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই পরিবার।​


আপডেট সময় : ২০২৫-০৮-০৮ ২০:৩৩:০১
প্রবাসী মহসিনের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই পরিবার।​ প্রবাসী মহসিনের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চাই পরিবার।​

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম।

সৌদি আরবে মারা যাওয়া বোয়ালখালীর প্রবাসী আবুল মহসিনের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার। নিহত মহসিন বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দ নগরের বাসিন্দা।

নসৌদি আরবে রিয়াদস্থ জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ আগস্ট ওই হাসপাতালে মারা যান। প্রবাসী আবুল মহসিনের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তার ভাই কাজী এম নাসের।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী আবুল মহসিন সম্প্রতি সৌদি আরবের রিয়াদস্থ জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। এবং মঙ্গলবার (৫ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এখন তার মরদেহ হাসপাতালটির মর্গে রয়েছে। আবুল মহসিন দুই সন্তানের জনক। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাদের পক্ষে আবুল মহসিনের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। রএক সপ্তাহ আগে, আবুল মহসিনের বড় ভাই ওমান প্রবাসী আবুল মনসুর কোরবানির ঈদ উদযাপন করতে দেশে আসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন।

নিহতের ছোট ভাই কাজী এম নাসের জানান, পরপর দুই ভাইকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। পরিবারে চলছে শোকের মাতম। মহসিনের ছোট দুইটি ছেলে-মেয়ে রয়েছে। সরকার যদি সহায়তা করেন তাহলে আমার ভাইয়ের মরদেহ আনা সম্ভব হবে।

আবুল মহসিনের স্ত্রী জানান, আমার ২ বছর বয়সী এক ছেলে সন্তান ও ৮ বছর বয়সী এক মেয়ে সন্তান আছে। আমার স্বামীর মরদেহ দেশে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ