ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫ , ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অভ্যুত্থানের এক বৎসর পূর্তিতে মিলাদ মাহফিল।


আপডেট সময় : ২০২৫-০৮-০৮ ১৩:৩৫:১১
অভ্যুত্থানের এক বৎসর পূর্তিতে মিলাদ মাহফিল। অভ্যুত্থানের এক বৎসর পূর্তিতে মিলাদ মাহফিল।


‎মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার।

‎কিশোরগঞ্জের হোসেনপুরে জুলাই গণ অভ্যুত্থানের এক বৎসর পূর্তি উপলক্ষে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আমান সরকার বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এতে সভাপতিত্ব করেন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম সোনা মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম তাজুল, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন। সিদলা ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি নেতা বদরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জান্নাতুল নাঈম, হোসেনপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরমান ভূঁইয়া প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আসাদুজ্জামান ভূঁইয়া, হাবিবুর রহমান, বাচ্ছু মিয়া, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন মাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মিয়া, সহযোগী অঙ্গ সংগঠনের সকল শ্রেণীর নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আমন্ত্রিত নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবে আমরা সকলেই এক হয়ে ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করব ইনআশাল্লাহ। বক্তব্য শেষে জুলাই যুদ্ধে নিহত ও আহতদের স্মরণে এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য আজহারুল ইসলাম স্বপন।




 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ