তানোরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারেকের নেতৃত্বে আনন্দ র্যালি ও পথসভা।
আপডেট সময় :
২০২৫-০৮-০৭ ২২:১৯:২২
তানোরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারেকের নেতৃত্বে আনন্দ র্যালি ও পথসভা।
দেলোয়ার হোসেন সোহেল।
রাজশাহীর তানোরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তানোর উপজেলা ও তানোর পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের একাংশের আয়োজনে বর্নাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত র্যালী ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ আসন বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এবং জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লার সভাপতিত্ব ও তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, তানোর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, তানোর উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, মাহাফিজুর রহমান, সেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গাফ্ফার, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিনুর ইসলাম রানা।
এর আগে, তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে গোল্লাপাড়া বাজার ঘুরে থানার মোড়ের তিন রাস্তায় পথ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। যা দেশের ইতিহাসের পাতায় লিখা থাকবে। আমরা স্বৈরাচার সরকারের সময় কোন কথা বলতে পারিনি। শুধু আমরা না দেশের জনগণ তাদের মনের কথা বলতে পারেনি।
সবার স্বাধীনতা হরন করেছিল স্বৈরাচার। যার কারনে পালিয়ে রক্ষা পেয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বৃষ্টি অপেক্ষা করে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেছেন।
এজন্য আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানায়। আপনারা সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে রাজনীতি করবেন। আপনাদের দ্বারা কোন ব্যক্তি যেন কষ্ট না পাই। কারন আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন হবে। নির্বাচন নিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে।
আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, যাতে করে ফ্যাসিস্ট কোন ষড়যন্ত্র করতে না পারে। তারা নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দলের যাবতীয় কাজ করতে হবে।
তিনি বলেন, আমি রাজশাহী ১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে বলেও জানান তিনি। এসময় সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স