শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি।
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। বুধবার বেলা ১২ টায় বিদ্যালয়ের হল রুমে মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ ফারুক হোসেন গাজীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জি এম জহুরুল হকের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য শেখ মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সদস্য আঃ মান্নান গাজী, মোঃ নজরুল ইসলাম সানা, আবু ইউসুফ, মোঃ আয়াতুল্লাহ খোমেনী, আঃ জলিলসহ বিএনপির নেতা কর্মী।
এ সময় বক্তারা ছাত্র ছাত্রী দের উদ্যেশ্যে বলেন, তোমাদের এ সাফল্য শুধু তোমাদের নয়, এটি পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত অর্জন। আগামী দিনে তোমরাই দেশ গড়ার কারিগর হবে।
অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।