কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমার ভূমি, আমার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে জমিজমা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে প্রশিক্ষণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক ইমাম উদ্দিন তোহা, মিল্টন হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। প্রশিক্ষক-কর্মশালায় অত্র বিদ্যালয়ের সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণী এই চারটি ক্লাস থেকে মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।কর্মশালায় ভূমির মালিকানা, জরিপ চলাকালীন করণীয়, ওয়ারিশদের সঠিক যাচাই, উত্তরাধিকার সূত্রে মালিকানার ক্ষেত্রে করণীয়, স্মার্ট ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা, ভূমি নকশা, নামজারি, ভূমি রেকর্ড সহ জমিজমা সংক্লান্ত বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।