ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫ , ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

০৫ রাউন্ড তাজা গুলি ও ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার এবং ০১ জন আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০৭ ১৫:২৯:৪০
০৫ রাউন্ড তাজা গুলি ও ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার এবং ০১ জন আসামী গ্রেফতার। ০৫ রাউন্ড তাজা গুলি ও ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল উদ্ধার এবং ০১ জন আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক ০৫ রাউন্ড তাজা গুলি ও ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় র‌্যাব-১০ কর্তৃক উদ্ধার এবং ০১ জন আসামী গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

গতকাল ০৬/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ২০.২০ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজার এলাকায় ০১ জন ব্যক্তি আগ্নেয়াস্ত্র’সহ অবস্থান করছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৬/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ২০:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল বর্ণিত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ রাউন্ড তাজা গুলি ও ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল এবং ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ শাহানুর (৫৩), পিতা- মৃত সিরাজউদ্দিন সরদার, সাং- খরিয়া, থানা- পদ্মা সেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার অবৈধ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলদিয়া গোয়ালীমন্দ্রা বাজারসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার আধিপত্য’সহ চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মোঃ শাহানুর (৫৩) এর বিরুদ্ধে বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে। র‌্যাব-১০ এর এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বদা সচেষ্ট রয়েছে

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ