মোঃ মেহেদী হাসান সরকার, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে বনপাড়া বাজারে গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল, লালপুর উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল আউয়াল মমিন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন।
এর আগে, একটি বিশাল গণমিছিল বনপাড়া পৌর গেট থেকে শুরু হয়ে বনপাড়া বাইপাস চত্ত্বর ঘুরে পুনরায় বাজারে এসে সমাবেশে মিলিত হয়।