ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ বর্ষপূর্তি দিবস উদযাপন।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৮-০৬ ০৩:০১:০৫
নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ বর্ষপূর্তি দিবস উদযাপন। নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ বর্ষপূর্তি দিবস উদযাপন।

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার।

ময়মনসিংহের- নান্দাইলে প্রশাসনের আয়োজনে- জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে-৫আগস্ট মঙ্গলবার বিজিয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে: সকালে জাতীয় সংগীত পরিবেশন, জুলাই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে এক বর্ণাঢ্য র‍্যালী মাধ্যে দিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জুলাই পুনর্জাগরণ বিষয়ক-আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফয়জুর রহমান, (ওসি) তদন্ত মোজাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, মাসুম খান, আলমগীর হোসেন, কামরুজ্জামান খোকন, এইচ.এম এমাদুদল হক, গণঅধিকার পরিষদ নেতা মাহবুব আলম মাহবুব প্রমুখ।

এছাড়া, প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ সহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ