ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে জুলাই আন্দোলনের তিন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন।


আপডেট সময় : ২০২৫-০৮-০৬ ০২:৫৭:০২
গৌরীপুরে জুলাই আন্দোলনের তিন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন। গৌরীপুরে জুলাই আন্দোলনের তিন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি। 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনের তিন শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবদেন করেছেন, উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা  প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি গ্রামে শহীদ বিপ্লব হাসানের কবর পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের জুলাই শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব ও মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের জুলাই শহীদ জুবায়ের আহমেদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য  কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সালাহউদ্দিন সোহেল  প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২০ জুলাই গৌরীপুরের কলতাবাজারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে তিনজন শহীদ হন। তারা হলেন- উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালি গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব হাসান, রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে নূরে আলম সিদ্দিকী রাকিব ও মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ।
ওবায়দুর রহমান 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ