ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নকলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সহোদর ২ নেতা-কর্মী গ্রেপ্তার


আপডেট সময় : ২০২৫-০৮-০৫ ২১:২১:৪৮
নকলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সহোদর ২ নেতা-কর্মী গ্রেপ্তার নকলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সহোদর ২ নেতা-কর্মী গ্রেপ্তার
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সহোদর ২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ। ৪ আগষ্ট সোমবার রাতে নকলা পৌরসভার জালালপুর মহল্লার নিজবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
 
গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন- নকলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফরহাদ আলী (৩৭) এবং তার ছোটভাই নকলা উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদ আহমেদ লালন (৩৫)।
 
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আজ মঙলবার (৫ আগষ্ট) তাদেরকে নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ