ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে জুলাই - আগস্টে ৫ শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ- দোয়া মুনাজাত।


আপডেট সময় : ২০২৫-০৮-০৫ ২০:৩৯:৫৫
পিরোজপুরে জুলাই - আগস্টে ৫ শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ- দোয়া মুনাজাত। পিরোজপুরে জুলাই - আগস্টে ৫ শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ- দোয়া মুনাজাত।
 
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।
 
ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পিরোজপুরের মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া ও নাজিরপুর উপজেলার পাঁচ শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মঙ্গলবার (৫ আগস্ট ) সকালে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান মঠবাড়িয়ার শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
 
এসময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল ও গ্রামবাসি উপস্থিত ছিলেন। শেষে মঠবাড়িয়ার ছোট মাছুয়া গ্রামে বাস চালক শহীদ আবু জাফর ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের শহীদদ মামুন খন্দকার এর সমাধিতে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
 
এছাড়া, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জেলার ভাণ্ডারিয়ার উপজেলার দাওয়া গ্রামের শহীদ এমদাদুল হক, নাজিরপুর উপজেলার শহীদ রফিকুল ইসলাম, শহীদ হাফিজুল শিকদার এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় বিএনপি,জামায়াত নেতা সহ গ্রামবাসিরা উপস্থিত ছিলেন।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ