ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা


আপডেট সময় : ২০২৫-০৮-০৫ ২০:১৮:২৫
রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা রাজস্থলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রতিনিধি। 
 
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের প্রথম দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
এসময় বক্তারা বলেন, ২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী যে শক্ত অবস্থান তৈরী হয়েছে সেটা যেনো বিনষ্ট না হয় সেজন্য দল, মত নির্বিশেষে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নতুন বাংলাদেশের জন্য যারা নিজের জীবনকে আত্মত্যাগ করেছে তাদেরকে এই জাতি কখনোই ভুলবে। তাদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশে পুনরায় যাতে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার আসতে না পারে সেজন্য প্রত্যেকের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেন বক্তব্যে। 
 
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ