জাহিদ হাসান চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি।
সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক ও বণিকবার্তার ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিকক নুর উল্লাহ কায়সার। ৩ আগস্ট বিকালে রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজতি এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাণনা তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্ঠা মাহফুজ আলম। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।
বক্তব্য রাখেন, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান, শহীদ আবু সাঈদ হত্যার ভিডিও ধারণকারী সাংবাদিক তাওহীদুল হক সিয়াম এবং দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক ইমরান হোসেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, জুলাই-২০২৪ থেকে জুলাই ২০২৫ ছাত্র জনতার অবিস্মরনীয় গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আমরা সাহসী ও আহত সাংবাদিকদের সম্মাননা দিয়েছি।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবার এবং আহত ও সাহসী ১৯২ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননার পাশাপাশি আর্থিক সম্মানি হিসাবে মোট ৫৬ লাখ টাকা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া সাংবাদিক নুর উল্লাহ কায়সার ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মাওলানা হাফেজ আহাম্মদের ছেলে। দীর্ঘ ২ দশক ধরে ফেনী জেলার নানা সম্ভাবনা-অসঙ্গতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি দৈনিক বণিকবার্তা এবং ঢাকা মেইল এর ফেনী প্রতিনিধি এবং ফেনী থেকে প্রকাশিত দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটি এবং ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।