নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড় এলাকা হতে ০১ (এক) টি বিদেশি পিস্তলসহ ০২ (দুই) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র্যাব-২। ''বাংলাদেশ আমার অহংকার'' এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড় এলাকা হতে ০১ (এক) টি বিদেশি পিস্তলসহ ০২ (দুই) জন অস্ত্রধারী’কে ১) মোঃ জহিরুল ইসলাম (২১) ২) মোঃ লিয়াকত আলী লিমন (৩৩) দেরকে গত ০২/০৮/২০২৫ ইং তারিখে গ্রেপ্তার করেছে র্যাব-২।
অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গত ০২/০৮/২০২৫ ইং তারিখ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুইজন অস্ত্রধারী’কে ১) মোঃ জহিরুল ইসলাম (২১) ২) মোঃ লিয়াকত আলী লিমন (৩৩)দের’কে আটক করা হয় এবং মোঃ জহিরুল ইসলাম এর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের ডান কোমর হতে ০১ (এক) টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামি মোঃ লিয়াকত আলী লিমন এর দেওয়া তথ্য মতে তার বাসার ছাদ হতে কাগজে মোড়ানো অবস্থায় ০২ (দুই) রাউন্ড তাজা এ্যামুনেশন উদ্ধার করা হয়। আসামিরা আরো জানায় তারা পরস্পর যোগসাজশে ঢাকাসহ আশ পাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসীগণ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। র্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।
উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।