বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এর অভিযানে রংপুর মহানগরীর হারাগাছ থানা এলাকা থেকে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ০১ জন মাদকব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন ০৮ নং ওয়ার্ড এর অন্তর্গত হারাগাছ চর চতুর (নজুর ঝাড় তেপ্তি) সাকিনস্থ টাংরির বাজার এলাকা থেকে ইং ০৩/০৮/২০২৫ খ্রিঃ তারিখ সময় দুপুর ০২.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামীর দেহ তল্লাশী করে পলিব্যাগে রক্ষিত ৬০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ০১ জন মাদকব্যবসায়ী মোঃ আসাদুল ইসলাম (২৬), পিতা- মোঃআলী হোসেন, সাং-পূর্ব সারাডুবি থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স