তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ীতে সরকারী অর্থায়নে উন্নয়নাধীন একটি খেলার মাঠ দখল করে হালচাষ ও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন দখলদার উচ্ছেদ ও মাঠ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সামনে কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামের এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা জানান, সরকারের খাস খতিয়ানভুক্ত ২ একর ৬৮ শতাংশ জমি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধার করে স্থানীয় যুবসমাজের খেলাধূলার উপযোগী করতে সম্প্রতি মাঠটিতে মাটি ভরাট ও মঞ্চ নির্মাণের কাজ চলছিল। অথচ, স্থানীয় প্রভাবশালী দখলদার রুবেল মিয়া আদালতে একতরফাভাবে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আসেন, যা প্রশাসনের নজরের বাইরে ছিল।
এরই মধ্যে গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে রুবেল মিয়া একটি ট্রাক্টরের মাধ্যমে মাঠটি হালচাষ করেন, এবং পরদিন শনিবার সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো মাঠটি ঘিরে ফেলেন। বর্তমানে তিনি সেখানে আমন ধানের চাষের প্রস্তুতি নিচ্ছেন, যা জনস্বার্থের বিরুদ্ধে সরাসরি অবমাননাকর বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
মানববন্ধনে শফিকুল ইসলাম তালুকদার রিপন, মোস্তাফিজুর রহমান মিলন, নাদিম উদ্দিন, রফিকুল ইসলাম মিন্টু, সারোয়ার হোসেন ও আমজাদ হোসেনসহ অন্যরা বলেন, এ মাঠটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। মাঠটি দখল হয়ে গেলে শিশু-কিশোরদের খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার জায়গা চিরতরে হারিয়ে যাবে।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মাঠটি দখলমুক্ত ও প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে এলাকাবাসীর দাবি, দখলদার রুবেল মিয়াকে দ্রুত আইনী প্রক্রিয়ায় উচ্ছেদ করে মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার সুযোগ দিতে হবে