জুলাই যোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন: ফয়সল চৌধুরী।
জুলাই যোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন: ফয়সল চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন। বাংলাদেশের মাটিতে আগামীর যেকোন আন্দোলন সংগ্রামে তারা হবেন অনুপ্রেরনার উৎস। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো দেশে ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে তারা হবেন আদর্শ উদাহরণ।
তিনি বলেন, এতসব আন্দোন সংগ্রাম ও প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট তাড়িয়েছি একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। অভাব অনটন চাঁদাবাজী মুক্ত একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই আমরা। সেজন্যই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে জয়লাভ করতে হলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফার ব্যাপক প্রচার করতে হবে। জনগনকে তার সুফল কি হতে পারে তা ব্যাখ্যা করতে হবে। তাহলে আমাদের সাফল্য অনিবার্য। তিনি শনিবার (২ আগস্ট) রাত ৮টায় বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিয়ানীবাজারে সবসময় বিএনপি শক্তিশালী অবস্থান ছিল। এমনকি দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন জুলুম সহ্য করেও বিয়ানীবাজারবাসী বিএনপির সাথে ছিলেন এখনো আছেন। চারখাই ইউনিয়নবাসীও জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে সবসময় ঐক্যবদ্ধ। এই ঐক্য ধরে রেখে নিজেদের আরও শক্তিশালী করতে যা যা প্রয়োজন আমরা তাই করতে প্রস্তুত। আমরা সবসময় সাধারণ মানুষের সুখেদুখে তাদের সাথেই ছিলাম আছি ও থাকবো ইনশাল্লাহ।
বিযানিবাজার চারখাই ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মুস্তাকিন আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য মুরশেদুর রহমান পলু, ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি রিপন মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি জামাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, ৫নং ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুকন উদ্দিন চৌধুরী, ৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, যুগ্ম সম্পাদক কতুব উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুস্তাকিন আলী, সাধারণ সম্পাদক রেহান আহমদ সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও, বিয়ানীবাজার চারখাই ইউনিয়নের ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স