ঢাকা , রবিবার, ০৩ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার।


আপডেট সময় : ২০২৫-০৮-০২ ২২:৫২:৪১
রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার। রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার।
 
 
মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার ২ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে শনিবার (২ আগষ্ঠ) ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

 
জানা যায়,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম এর নেতৃত্বে সেনা টহল দল উপজেলায় মাদ্রাসা মোড় হতে অভিযান চালিয়ে ভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রাজু মিয়া (২৬) ও দোশিয়া রাজবাড়ি এলাকার আইনুল হকের পুত্র আনোয়ার হোসেন (ছোটুন) (২৭) কে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে এরা বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল গতকাল ট্রাকচালকের নিকট হতে চাঁদা আদায়ের রশিদসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। 

 
স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই পৌরসভার নামে লোড আনলোড ও ট্রাকট্যাংকলড়ির চাঁদা আদায় করে আসছিলো। কিন্তু পৌর প্রশাসক তা বন্ধ করে দেয়, এরপরেও তারা যানবাহন থামিয়ে টাকা আদায় করছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আগামিতেও চলমান থাকবে বলে ক্যাম্প কমান্ডার মেজর নাঈম জানান। 

 
এপ্রঙ্গে ট্রাকট্যাংকলড়ির সম্পাদক শাহাবুদ্দিন বলেন, আটককৃত দু'জনে আমাদের সংগঠনের চালান ও পৌরসভার লোডআনলোডের চাঁদা আদায় করছিল। কিন্তু পৌরকর ও আমাদের সংগঠনের চাঁদা আদায় বন্ধ রয়েছে। আমাদের না জানিয়ে গোপনে তারা একাজটি করছিল। এজন্য সংগঠন দায়ি নহে। 

 
এপ্রসঙ্গে থানা অফিসার ইনচাঁজ আরশেদুল হক বলেন, আটককৃত দূজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের কে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ