মো: আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার।
জুলাই গণ-অভ্যুত্থানের সকল বীর শহীদদের স্মরণে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসভায় সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপনের নির্দেশে সদস্য সচিব শাহীন রেজার নেতৃত্বে শত শত নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে সিরাজগঞ্জের জনসভায় যোগদান করেছেন।
বৃহ:স্প্রতিবার (৩১জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের পাঁচ রাস্তা মোড়ে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের সকল বীর শহীদদের স্মরণে সিরাজগঞ্জের জনসভায় জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু,স্বরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলীম। এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতাগণ।
জেলা বিএনপির জনসভাকে সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সলঙ্গা থানার সদস্য সচিব শাহিন রেজার নেতৃত্বে থানার ছয়টি ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীদের নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন সিরাজগঞ্জ শহরের রাজপথ। জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি বিশাল এক মিছিল নিয়ে শোডাউনের মাধ্যমে জনসভাস্থলে পৌছান।