কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে, বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় সমূহের শিশু শহীদদের স্মরণে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা ,আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক লিটন কৃষ্ণ কর। অনুষ্ঠানে ছাত্র অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।