জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)” স্কিমের আওতায় উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কার বিতরণ উপলক্ষে আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে শেরপুর জেলা ও নকলা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান ও নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
আরও বক্তব্য দেন, স্থানীয় সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, উপজেলার পূর্বটালকী বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইসরাফিল খলিল, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, বারমাইসা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আতাউর রহমান, সাংবাদিক হযরত আলী, জামালপুর মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী মায়মুনা আক্তার ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মো. মেহেদী হাসান পরশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।