ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী নগরীর মির্কামারীতে গায়ের জোরে সিমানা প্রাচির ভাঙ্গার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-২৯ ০২:১২:১৯
রাজশাহী নগরীর মির্কামারীতে গায়ের জোরে সিমানা প্রাচির ভাঙ্গার অভিযোগ। রাজশাহী নগরীর মির্কামারীতে গায়ের জোরে সিমানা প্রাচির ভাঙ্গার অভিযোগ।


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে নগরীতে রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী আবুল হোসেন (৫৪) নামের এক ব্যাক্তির সিমানা প্রাচির ভাঙ্গার অভিযোগ উঠেছে প্রতিবেশী বাবলু ও মেরাজের বিরুদ্ধে। সোমবার ভোররাতে নগরীর কাটাখালী থানার মির্কামারী পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


এ নিয়ে প্রতিকার পেতে ভুক্তভোগী গণ্যমান্য ব্যাক্তিদের দারস্থ হচ্ছেন। ভুক্তভোগী আবুল হোসেন কাটাখালী থানার মির্কামারী পূর্ব পাড়া এলাকায় মৃত আমজাদ আলী মন্ডলের ছেলে। তিনি জানান, আমার পিতার ১০ শতক জমি তিন ভাই বন্টন করে নিজ নিজ নামে খারিচ করেছি।


ওই জমির উত্তর পাশে ৩ফিট রাস্তা ছেড়ে সিমানা প্রাচির নির্মান করা হয়েছে। কিন্তু প্রতিবেশী বাবলু ও মেরাজ রাস্তার অতিরিক্ত আরও ১ফিট জমি ছাড়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর রাতে কৌশলে তারা আমার সীমানা প্রাচির ভেঙে ফেলে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন কাটাখালী থানার এসআই সুমন।


তিনি আরও বলেন, রাস্তার জন্য আমরা ৩ ভাই জমি ছাড়লেও জমি দাবি করা বাবলু ও মেরাজ রাস্তার জন্য জমি ছাড়েনি। যাকে বলে শক্তের ভক্ত, নরমের জম। গায়ের জোরে জোরপূর্বক তারা আমার প্রাচির ভেঙ্গেছে।


এ নিয়ে কাটাখালী থানায় অভিযোগ করবেন, বলেও জানায় ভুক্তভোগী। এ ব্যপারে কাটাখালী থানার অফিসার ইনচার্জকে (ওসি), অবগত করা হলে, তিনি রাত ৮টায় থানায় যোগাযোগ করার জন্য বলেছেন।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ