অথচ নিহতের পরিবারের দাবী আসামীদের গ্রেফতার করতে গরিমসি করছে থানা পুলিশ। পরিবার বলছে হত্যার আজ ১৬ দিন কেটে গেলো কিন্তুু একজনকেও আটক করতে পারলোনা এটা কি থানা পুলিশের ঢিলেমি নয়। তারা কি সঠিকভাবে মামলাটি পরিচালনা করছে? এটা আমাদের প্রশ্ন যদি সঠিকভাবে মামলা পরিচালনা করতো তাহলে এতদিনে আসামিরা আটক হোতো। আমদের দাবী আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে বিচারের সম্মুখীন করতে হবে।
জানা যায়, গত ১১ জুলাই শুক্রবার এশার নামাজ আদায় করে সাহেব আলী বাড়ি ফিরছিলো। ফেরার মাঝামাঝি রাস্তায় তাকে আটক করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে ফেলে রেখে যায়। কিছুক্ষণ পরে এলাকাবাসী তাকে পরে থাকতে দেখলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছেন তারা।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, এ হত্যাকান্ডের ব্যপারে জেলা পুলিশ এবং সিরাজদিখান থানা পুলিশ যৌথভাবে কাজ করছে শীঘ্রই আসামীদের গ্রেফতার করা হবে।