তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর।
গাজীপুরের কালীগঞ্জে সাহসী তরুণদের উদ্যোগে আটক হয়েছেন, এক মাদক কারবারি। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামে ঘটে এ ঘটনা।
আটক হওয়া মাদক কারবারির নাম সজিব শেখ (২২)। তিনি ভাদার্ত্তী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা আরমান শেখের ছেলে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, তনিমা আফ্রাদ পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে জেল জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস-পুরাতন সাব রেজিস্ট্রি অফিস সড়কে সজিব শেখ মাদক বিক্রি করছিলেন। এ সময় সড়ক দিয়ে গ্রামের কয়েকজন তরুণ হেঁটে আসছিলেন। তাদের দেখে সজিব টর্চলাইট ফেলে দৌড়ে পালাতে চান। তরুণরাও পিছু ধাওয়া করলে সজিব আশপাশের ঝোপে লুকিয়ে পড়ে।
তরুণদের সন্দেহ হলে তারা ঝোপে তল্লাশি চালিয়ে সজিবকে আটক করেন, এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ভাদার্ত্তী গ্রামের তরুণরা একজন মাদক কারবারিকে দৌড়ে ধরে পুলিশে সোপর্দ করেছে—এটা অত্যন্ত সাহসী ও প্রশংসনীয় কাজ। যেখানে দেশের অনেক তরুণ আজ মাদকের শিকার, সেখানে এখানকার তরুণরা মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলেছে, যা সমাজের জন্য আশার আলো।
ওসি আরও বলেন, তরুণ সমাজ যদি পুলিশের পাশে দাঁড়ায়, তবে মাদক ব্যবসায়ীদের ঠাঁই এ সমাজে হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আরও জোরদার হবে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সজিব শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, এই ধরনের সচেতন যুবসমাজ প্রতিটি এলাকায় প্রয়োজন। তাদের মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।