স্থায়ী নিয়োগের দাবীতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ।
আপডেট সময় :
২০২৫-০৭-২৩ ২২:১১:০৪
স্থায়ী নিয়োগের দাবীতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ।
মো: হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে-দিনাজপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনিতে আউট সোর্সিং এ কর্মরত ২৭৬ শ্রমিকের নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর আউট সোর্সিংঅস্থায়ী কর্মচারী কল্যান পরিষদের উদ্যোগে সকাল ১১ টায় খনির প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে খনি গেটের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল করে খনি শ্রমিকরা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছর অতিবাহিত হলেও খনি কর্তৃপক্ষ নিয়োগ না দিয়ে নানা টালবাহানার মাধ্যমে কালক্ষেপন করে আসছে।
আগামী ১০ দিনের মধ্যে দাবী আদায় না কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর আউট সোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যান পরিষদের সভপতি, আশরাফুল আলম। এসময় শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স