তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর।
গাজীপুরের কালীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে চোরাই গরু উদ্ধার এবং সংঘবদ্ধ গরু চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় চুরির কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যানও জব্দ করা হয়। শুক্রবার (১৮ জুলাই) রাতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলো গাজীপুরের শ্রীপুরের মো. জুয়েল রানা (৩৫), ঢাকার কেরানীগঞ্জের মো. শরিফুল ইসলাম (৩৪), মো. সদর আলী (৩৬), মো. আশরাফুল ইসলাম (২০), মো. মোস্তফা মিয়া (২০), সাভারের মো. চুন্নু মিয়া (৫৫), মোঃ নজরুল ইসলাম (৩৬)।
জানা যায়, গত ২ জুলাই বিকেল ৪টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ গ্রামের বাসিন্দা মো. কবির মিয়ার বাড়ির সামনে থেকে বাঁধা একটি কালো গাভী চুরি হয়। স্থানীয় এনডি কোম্পানির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে নীল রঙের পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৭৮১৬) ব্যবহার করে প্রকাশ্য দিবালোকে পাঁচজন ব্যক্তি গরুটি তুলে নিয়ে যায়। চুরি হওয়া গরুটির বাজারমূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।
ভুক্তভোগী কবির মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করলে (মামলা নং-০৪, তারিখ- ০৬ জুলাই), তদন্তের দায়িত্ব পান উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে প্রথম দফায় বড়কাউয়ের হরদি বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে এবং পিকআপ ভ্যানটি জব্দ করে। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে ঢাকার খিলক্ষেত থেকে আরও দুইজন ও সাভার থানা এলাকা থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গরুটি সাভারের এক খামার ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেখান থেকেই উদ্ধার করা হয় চুরি হওয়া গরুটি এবং তা প্রকৃত মালিক কবির মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, গরু চুরিসহ গ্রামীণ অপরাধ দমনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। গরু চুরির মতো অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না।