ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫


আপডেট সময় : ২০২৫-০৭-১৫ ১৮:৫৪:২১
কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫
 
 
কুবি প্রতিনিধি : বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান সমিতির আয়োজনে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পর্যায়ের অ্যাপেক্স, জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫। আগামী ২১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে জেলার প্রথম পর্যায়ের প্রতিযোগিতা।


মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলন বিষয়গুলো জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার। 

 
জানা যায়, কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আগামী ২১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জেলার প্রথম পর্যায়ের প্রতিযোগিতা।
 
 
জেলার প্রথম পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখান থেকে নির্বাচিতরা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (ওডব্লিউএইএও), এশিয়া-প্যাসিফিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড (এপিএএও) এবং আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড (আইএও)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। বিশেষ সাফল্য অর্জনকারীরা পাবে পুরস্কার এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বৃত্তি সহায়তা।
 
 
কুবি সায়েন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান সমিতি কর্তৃক আয়োজিত "২০তম বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৫" কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এখান থেকে ৩০ জনকে বাছাই করে জাতীয় বা দ্বিতীয় পর্যায়ের জন্য মনোনীত করা হবে। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা আশা করছি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ