তানিম আহমেদ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে হুমায়ুন মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হুমায়ুন মিয়া পাশ্ববর্তী নকলা উপজেলার দুকুরিয়া গড়ের গাঁও গ্রামের ফুল মাহমুদের পুত্র।
এর আগে একই দিন দুপুরে উপজেলার আড়াইআনি বাজার ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার হওয়া সিএনজিটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ময়মনসিংহ থ-১১-৩৮৯৯।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে নদীতে একটি সিএনজি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে এবং চালকের সন্ধানে অনুসন্ধান শুরু করে। বিকেলে আমবাগান এলাকায় নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে, যা পরে নিহত হুমায়ুন মিয়ার বলে শনাক্ত হয়।
নিহতের স্ত্রী ঝর্ণা খাতুন জানান, “গত শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে হুমায়ুন সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। রোববার বিকেলে একবার মোবাইলে কথা হয়েছিল, তখন তিনি জানান নকলা উপজেলায় আছেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাই। পরে ফেসবুকে নদীতে একটি সিএনজি ভেসে থাকার ছবি দেখে এখানে আসি। এসে স্বামীর মরদেহ ও সিএনজিটি শনাক্ত করি।”
এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “মরদেহ ও সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।