ঢাকায় নৃশংস হত্যার দ্রুত বিচার দাবিতে গৌরনদীতে মানববন্ধন
ঢাকায় নৃশংস হত্যার দ্রুত বিচার দাবিতে গৌরনদীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ- ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার প্রতিবাদ এবং দ্রুততম সময়ের মধ্যে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গৌরনদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে গৌরনদী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোর্শেদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সোলায়মান তুহিন।
তিনি বলেন, ঢাকার মুগদায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যে নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। অথচ মামলার তালিকা থেকে কৌশলে তিনজন আসামিকে বাদ দেওয়া হয়েছে - যা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ গৌরনদী পৌর আহ্বায়ক জহিরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিকদার মিনহাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মোল্লা, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান তানিম, ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন, পৌর আহ্বায়ক মুমিন হোসেন, সিফাত হোসেন ও বাপ্পি সিকদার প্রমুখ।
বক্তারা অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স