ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, ১৫ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৭-১৩ ১৮:৪০:৫৯
রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, ১৫ দালাল আটক রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, ১৫ দালাল আটক

 

শেখ ফয়সাল আহমেদ

রাজধানীর শেরেবাংলা নগর এ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদ্‌রোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১৫ জনকে আটক করে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড প্রদান করে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত এবং বাকিদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়।

 

রোববার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১০ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতি এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

র‍্যাব জানান, সম্প্রতি সংঘবদ্ধ দালাল চক্র রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদ্‌রোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং শিশু হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহীতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদেরকে দ্রুত ও ভাল সেবা প্রদান করার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে। দালাল চক্রটি অল্প সময়ে ডাক্তারি সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

 

এসব ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। এ বিজ্ঞপ্তির নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‌্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি অভিযানিক দল র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের পরিচালনায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদ্‌রোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ১৫ জনকে আটক করে। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২ জনকে অর্থদণ্ড প্রদান করেন এবং বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতেও র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান র‍্যাব কর্মকর্তারা।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ